spot_img

করোনার মধ্যেই নিউজিল্যান্ডে বিশ্বের সর্ববৃহৎ কনসার্ট

অবশ্যই পরুন

বিশ্ব যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের ভীতিতে প্রতিটি প্রহর গুনছে, ভারতে যখন দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, অক্সিজেন ও শয্যার অভাবে যখন দিল্লিতে রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি শ্মশানে স্থানের অভাবে খোলা মাঠে বা উন্মুক্ত জায়গায় দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে, এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড গড়ল নতুন বিশ্ব রেকর্ড।

শিল্পী মাতিযু ওয়াল্টার্স অকল্যান্ডের ইডেন পার্কে স্টেডিয়ামে তার ব্যান্ড সিক্স সিক্সটি নিয়ে ৫০ হাজার ভক্তদের মাতিয়ে রাখলেন। গত শনিবার (২৪ এপ্রিল) রাতের এই কনসার্টকে করোনা মহামারি শুরু হবার পর, বিশ্বের সর্ববৃহৎ কনসার্ট বলে উল্লেখ করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ওই কনসার্টে খুব কম মানুষকেই মাস্ক পরতে দেখা যায়। এছাড়া কনসার্টে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বাধ্যবাধকতাও ছিল না। তবে মানুষকে দেশের স্মার্টফোনভিত্তিক অ্যাপ করোনাভাইরাস ট্রাকিং এবং ট্রেসিং পদ্ধতি অনুসরণ করতে উদ্বুদ্ধ করা হয় এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।

ব্যান্ডটি জানায়, নভেম্বরে তারা ইউরোপে ও ব্রিটেনে সংগীত পরিবেশন করতে আগ্রহীI তাদের আশা, এরই মধ্যে পৃথিবীর বহু জায়গা করোনামুক্ত হবে এবং করোনাকে বিদায় জানিয়ে বৃহৎ সংখ্যায় সংগীত পিপাসুরা তাদের আসরে যোগ দেবেন।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো করোনা সংক্রমণ হয়নি। বর্তমানে সক্রিয় করোনা রোগী সংখ্যা ৩৩ জন। গত বছর থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ২৪৫ জন। করোনা আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে মোট মৃত্যুর সংখ্যা ২৬ জন। এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশটির মোট জনসংখ্যার মাত্র তিন শতাংশ মানুষকে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ