পালেকেল্লের ব্যাটিং স্বর্গে রাজত্ব করলেন ব্যাটসম্যানরাই। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ড্রয়েই সন্তুষ্ট দুই দল। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। করোনার কারণে অন্য শহরে যেতে হচ্ছে না তামিম ইকবালদের। ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামেই বৃহস্পতিবার থেকে ফের মুখোমুখি দুই দল।
ড্র ম্যাচের পর স্বাগতিকদের দলে এসেছে দুটি পরিবর্তন। শ্রীলঙ্কা দলে জায়গা পেলেন পেসার চামিকা করুণারত্নে ও বাঁহাতি স্পিনার লাকসান সান্দাকান। পেসার লাহিরু কুমারা হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়ায় ডাক পেলেন তারা।
২৪ বছর বয়সী চামিকা এর আগে লঙ্কানদের হয়ে খেলেছেন মাত্র ১টি টেস্ট। শিকার মাত্র ১ উইকেট। অন্যদিকে ২৯ বছর বয়সী লাকসান খেলেছেন ১১ টেস্ট। ৩৪.৪৮ গড়ে করেছেন ২০৬৩ রান।
দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, লাকসা সান্দাকান, আসিথা ফার্নান্ডো, প্রভিন জয়াবিক্রমা ও দিলশান মাদুশানাকা।