হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার আলাদা দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।
যেসব মামলায় মামুনুল হকের রিমান্ড মঞ্জুর হয়েছে সে মামলাগুলো হলো-২০১৩ সালের মতিঝিল থানার একটি মামলা এবং চলতি বছেরর পল্টন থানার মামলা।
মতিঝিল থানার মামলায় শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং পল্টন থানায় মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মোহাম্মপুর থানার তদন্ত কর্মকর্তা মামুনুলকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলায় তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।