spot_img

পরিবারের কাছে থাকতে আইপিএল ছাড়লেন অশ্বিন

অবশ্যই পরুন

দিল্লি ক্যাপিটালসের হয়ে স্পিনার রবীচন্দ্রন অশ্বিন রোববারও খেলেছেন। এরপরই তিনি ছুটি নেন। চলতি মৌসুমে আর খেলতেও পারেন, নাও খেলতে পারেন তিনি।

মূলত তার নিজ পরিবারের ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতেই আইপিএল ছেড়েছেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক মতো সেরে যায় তাহলে তিনি আবার মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন লিখেন, ‘আমি আগামীকাল থেকে আইপিএলের চলতি আসর থেকে বিরতি নিচ্ছি। আমার ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনার সঙ্গে লড়াই করছেন। এমন কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। সবকিছু ঠিকঠাক মতো চললে আমি আবার ফিরবো আইপিএলে। ধন্যবাদ।’

এই টুইটের জবাবে দিল্লি ক্যাপিটালস অশ্বিনকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। রোববার (২৫ এপ্রিল) ভারতে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২।

এদিন সেখানে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ