করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক নতুন রোগী ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। এমনকি দৈনিক সংক্রমণের রেকর্ড ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্রকেও। অবস্থা এতোটাই ভয়াবহ যে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেই একজন করোনা রোগী ৯ জন সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করছেন।
রোববার (২৫ এপ্রিল) এক রিপোর্টে ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে সাড়ে তিন লাখের কাছাকাছি। একই সময়ের মধ্যে মারা গেছেন ২ হাজার ৭৬৭ জন। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। পাশাপাশি অক্সিজেনের সংকট দেখা দিয়েছে দেশটির সর্বত্র।
রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। সর্বশেণষ এই সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।
এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ লাখ ৮২ হাজার ৭৫১ জন। এখন পর্যন্ত ভারতের ১৪ কোটি ৯ লাখ ১৬ হাজার ৪১৭ জন করোনার টিকা নিয়েছেন।
সূত্র: এনডিটিভি