spot_img

কোহলির রেকর্ড বাবর আজমের দখলে

অবশ্যই পরুন

কদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলিকে দুইয়ে নামিয়ে শীর্ষে চলে যান বাবর আজম।

এবার টি টোয়েন্টিতে বিরাট কোহলির গড়া বিশ্ব রেকর্ডও ভাঙলেন বাবর আজম।

পাকিস্তানের এই অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে ছাড়িয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়েছেন।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন বাবর আজম।

এই রানের মধ্য দিয়ে ৫২ ইনিংসে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েন বাবর।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুই হাজার রান করতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খেলেন ৫৬ ইনিংস। তার চেয়ে চার ইনিংস কম খেলে মাইলফলক স্পর্শ করেন বাবর।

৬২ ইনিংস খেলে ২০০০ হাজার রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টি-টোয়েন্টিতে ৫২ ইনিংসে এক সেঞ্চুরি আর ১৮ ফিফটিতে বাবর আজমের সংগ্রহ ২ হাজার ৩৫ রান।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ