আগামী ১ জুন শুরু হবে ষষ্ঠ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া ম্যাচ গুলো। এজন্য সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেয়ার সুযোগ করে দিতে নতুন প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করছেন আয়োজকরা। আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে হবে এই প্লেয়ার্স ড্রাফট। সেখানে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের ক্যাটাগরি অর্থাৎ ডায়মন্ডে রয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এছাড়া সিলভার ক্যাটাগরিতে রয়েছে তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাসদের নাম।
এরআগে করোনাভাইরাসের কারণে গত ৪ মার্চ বন্ধ হওয়ার আগে ১৪টি ম্যাচ হয়েছিল পিএসএলের। যে কারণে এ লিগ শেষ হতে বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ।
আগামী জুনেই শুরু হবে ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট। যে কারণে ইংলিশ খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না পিএসএলের বাকি ম্যাচগুলোতে। স্থগিত হওয়ার আগে সাকিব মাহমুদ, টম ব্যান্টন, রবি বোপারা, অ্যালেক্স হেলসের মতো তারকা খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন এ টুর্নামেন্টে। তাই ফের ড্রাফটের আয়োজন করছে পিএসএল কতৃপক্ষ।
সাকিব ছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল ও মার্টিন গাপটিল। এদের মধ্যে পুরো সময়ের জন্য থাকবেন গাপটিল, লুইস যোগ দেবেন ১৬ জুন। আর আইপিএল শেষ হওয়ার পর পাওয়া যাবে রাসেল ও সাকিবকে।
এদিকে তামিমের সঙ্গে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে ও মরনে মরকেল। গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, কেমো পলরা। আর সিলভার ক্যাটাগরিতে আছেন জ্যাক ওয়েদারাল্ড, জোনাথন ওয়েলস, হযরতউল্লাহ জাজাই, জর্জ ওয়ার্কার, ওয়েসলে মাধভের, শন উইলিয়ামস, তাসকিন আহমেদ, লিটন দাস, সাব্বির রহমান, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্না, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস ও সিসান্দা মাগালারা।