spot_img

আজও সারাদেশে তাপমাত্রা বাড়বে

অবশ্যই পরুন

তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই দুর্ভোগ এখনই কমছে না। কারণ আজও তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার ঢাকায় ৩৮, টাঙ্গাইলে ৩৭, ফরিদপুরে ৩৮.২, মাদারীপুরে ৩৭.৫, গোপালগঞ্জে ৩৮.৫, নিকলিতে ৩৬, ময়মনসিংহে ৩৬, নেত্রকোনায় ৩৬, চট্টগ্রামে ৩৭, সন্দ্বীপে ৩৮.১, সীতাকুণ্ডে ৩৯.৫, রাঙ্গামাটিতে ৩৮.৫, কুমিল্লায় ৩৭.৫, চাঁদপুরে ৩৮, মাইজদী কোর্টে ৩৭.৫, ফেনীতে ৩৭.৮, হাতিয়ায় ৩৭.৪, কক্সবাজারে ৩৬.৭, কুতুবদিয়ায় ৩৫.৫, টেকনাফে ৩৫.৭, সিলেটে ৩৫.৭, শ্রীমঙ্গলে ৩৬.২, রাজশাহীতে ৩৯, ঈশ্বরদীতে ৩৮, বগুড়ায় ৩৬.৭, বদলগাছীতে ৩৭.৪, তাড়াশে ৩৫.৬, রংপুরে ৩৪.৫, দিনাজপুরে ৩৫, সৈয়দপুরে ৩৫.৮, তেঁতুলিয়ায় ৩৪.৮, ডিমলায় ৩৪.৫, রাজারহাটে ৩৪, খুলনায় ৩৯.৬, মোংলায় ৩৯.৪, সাতক্ষীরায় ৩৮.২, যশোরে ৪০, চুয়াডাঙ্গায় ৩৯.৫, কুমারখালীতে ৩৯, বরিশালে ৩৮.২, পটুয়াখালীতে ৩৮.৩, খেপুপাড়ায় ৩৮.৭ ও ভোলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘সারাদেশে আজও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

ঢাকার বিষয়ে তিনি বলেন, ‘ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সামান্য বাড়তে পারে। সামান্য বলতে দশমিক ৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।’

তাপমাত্রা যে হারে বেড়েছে, সেই হারে গরমের অনুভব বাড়েনি জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, ‘তবে গরম অনুভব গতকালের চেয়ে বেশি বাড়বে না। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ থাকলেও গরমের অনুভব কিছুটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের অনুভব কিছুটা কম রয়েছে।’

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ