spot_img

সুইজারল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্ত

অবশ্যই পরুন

ইউরোপের দেশ সুইজারল্যান্ডে করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (২৪ এপ্রিল) এ কথা জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এক টুইট বার্তায় সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব পাবলিক হেলথ (বিএজি) জানিয়েছে, ‘সুইজারল্যান্ডে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় একটি দেশের বিমানবন্দরে ট্রানজিটের পর সুইজারল্যান্ডে প্রবেশ করা এক যাত্রীর শরীরে ভাইরাসের এই ধরনটি পাওয়া গেছে।’

বিএজি’র মুখপাত্র ড্যানিয়েল ডাওয়ালডার এএফপি’কে জানিয়েছেন, ‘সুইজারল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠার আগে ওই ব্যক্তি ইউরোপীয় একটি দেশে ফ্লাইট পরিবর্তন করেছিলেন।’

ভারতে শনাক্ত ভাইরাসের এই ধরনটি অনেক বেশি সংক্রামক। গত বছর করোনা মহামারির শুরুতে ভারতে দৈনিক ৯০ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের নতুন এই ধরনটি প্রতিদিন তিন গুণ বেশি মানুষকে সংক্রমিত করছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত মার্চ মাসের শেষের দিকে ভারতে করোনার নতুন ও ডবল মিউটেশনের খোঁজ মেলে। এরপর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে, এপ্রিলের তৃতীয় সপ্তাহে এসে যা এখন চরম আকার ধারণ করেছে। নতুন প্রজাতির ‘ই৪৮৪কিউ ও এল৪৫২আর’র প্রভাবেই সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, করোনার এই নতুন ধরনটি তুলনামূলকভাবে বেশি সংক্রামক। শুধু তাই নয়, টিকা গ্রহণ করা ব্যক্তির রোগ প্রতিরোধও ক্ষমতা কিছুটা হলেও ভাঙতে সক্ষম ভাইরাসের নতুন এই ধরনটি। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের ডবল মিউটেশান। তাই বিজ্ঞানীরা ভারতের করোনার এই ধরন নিয়ে বেশি চিন্তিত।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ