spot_img

জন্মদিনে প্লাজমা দানের ঘোষণা শচীনের

অবশ্যই পরুন

লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের আজ ৪৮তম জন্মদিন। অন্যান্য সময় কেক কেটেই দিনটি উদযাপনে ব্যস্ত থাকেন। কিন্তু করোনার আবহে সেই আয়োজন থেকে ‍দূরেই থাকছেন ভারতীয় ব্যাটিং গ্রেট। তবে নিজের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে করোনা রোগীকে প্লাজমা দানের ঘোষণা দিয়েছেন তিনি।

অবশ্য এমন ঘোষণার পেছনের কারণ কারও অজানা থাকার কথা নয়। কিছুদিন আগে করোনা পজিটিভ হয়েছিলেন শচীন। ছিলেন ২১ দিনের আইসোলেশনে। এখন করোনা জয়ী হয়ে করোনা আক্রান্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার টুইটারে এক ভিডিও বার্তায় শচীন বলেছেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন কিছুদিন আগে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি করোনা পজিটিভ হয়েছিলাম। ছিলাম ২১ দিনের আইসোলেশনে। এই সময়ে পরিবার, চিকিৎসক ও আপনাদের সবার ভালোবাসায় সেরে উঠেছি।’

এর পরেই তিনি প্লাজমা দানের বিষয়টি তুলে আনেন, ‘গত বছর আমি একটি প্লাজমা ডোনেশন সেন্টার উদ্বোধন করেছি। সেখানকার চিকিৎসকরাই বলেছেন, যদি রোগীকে যথা সময়ে প্লাজমা দেওয়া যায়। তাহলে করোনা রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। আমি নিজেও যখন উপযুক্ত হয়ে যাবো, প্লাজমা দান করবো।চিকিৎসকের কাছেও আমি সেটি বলে রেখেছি।’

তিনি আরও বলেছেন, ‘আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সবারই পাশে দাঁড়ানো জরুরি। সে জন্য যারা করোনা জয়ী হয়েছেন, তাদের বলছি, যদি আপনার চিকিৎসক অনুমতি দেন তাহলে অবশ্যই প্লাজমা দান করুন। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা জানি, সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত পরিবার ও বন্ধুরা কতটা ঝামেলার মধ্যে থাকেন।’

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে সিলেট বিভাগীয় নারী ফুটবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ