spot_img

ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে

অবশ্যই পরুন

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে। সিরিজে পিছিয়ে পড়েও সমতা আনতে পারায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। তাই আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদি ব্রেন্ডন টেইলরের দল। অন্য দিকে দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজ জিততে মুখিয়ে আছে পাকিস্তান। হারারেতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।

সিরিজের প্রথম টি-২০ ১১ রানে জিতেছিলো পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করেছিলো পাকিস্তান। ১৫০ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি জিম্বাবুয়ে। ৭ উইকেটে ১৩৮ রান করে তারা।

তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে তারা। মাত্র ১১৮ রানের পুঁজি নিয়ে একশ’র নিচে পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করে দেয় জিম্বাবুয়ের বোলাররা। এতে ১৯ রানে ম্যাচ জিতে সিরিজ সমতা আনে জিম্বাবুয়ে। ফলে টি-২০ ইতিহাসে পাকিস্তানকে প্রথমবারের মত হারের লজ্জা দেয় জিম্বাবুয়ে।

এই জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় তারা।

দলের অধিনায়ক টেইলর বলেন, দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছে বোলাররা। তবে ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ব্যাটসম্যানরা ভালো খেললেই সিরিজ জয় সম্ভব হবে। তবে আমরা আত্মবিশ্বাসী।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, দ্বিতীয় ম্যাচে একটি খারাপ দিন গিয়েছে আমাদের। তবে আমাদের লক্ষ্যে কোন ছেদ পড়েনি। আমরা সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ