spot_img

খালেদা জিয়ার স্টাফদের আবারও করোনা টেস্ট

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত স্টাফরা আজ শনিবার সকালে আবারও করোনা টেস্ট করতে দেয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া আগামীকাল রোববার আবার করোনা টেস্ট দিবেন।

আজ শনিবার এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক ব্যক্তিগত স্টাফ। তিনি জানান, ‘সকালে আমরা করোনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছি। চেয়ারপারসন রোববার টেস্ট দেবেন।’

এদিকে করোনা আক্রান্ত খালেদা জিয়া করোনা শনাক্তের ১৬তম দিন শনিবার ভালো আছেন বলে জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ