spot_img

‘করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভারত’

অবশ্যই পরুন

ভারতে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, সাম্প্রতিক ভারতে ফের করোনা সংক্রমণে তিনি উদ্বিগ্ন। ভারতের এই পরিস্থিতিই বিধ্বংসী অনুস্মারক বা পূর্বাভাস দিচ্ছে যে ভাইরাস কী করতে পারে।

অর্থাৎ, ভারতে ক্রমাগত যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তা রীতিমতো ভয়ানক আকার নিতে চলেছে বলেই মন্তব্য করেন ডব্লিউএইচও প্রধান।

এরই পাশাপাশি তিনি শুক্রবার বলেন, ‘বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও।’

উল্লেখ্য, ভারতে টেস্টিংয়ের পরিমাণ অনেকাংশে বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার এখনো পর্যন্ত অনেকটাই অভাব রয়েছে। অভাব রয়েছে টিকারও। সেক্ষেত্রে রডব্লিউএইচও প্রধানের এই সতর্কবার্তা অনেকটাই প্রাসঙ্গিক। টিকাকরণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে পরবর্তী সময় যে আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে ভারতের পরিস্থিতি তা ডব্লিউএইচও প্রধানের বক্তব্যেই স্পষ্ট।
সূত্র : আজকাল

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ