spot_img

যে কারণে অনশন ভাঙলেন নাভালনি

অবশ্যই পরুন

দীর্ঘ ২৪ দিন পর অনশন ভাঙলেন রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি। তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করলে গতকাল শুক্রবার তিনি অনশন ভাঙতে সম্মত হন।

ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুবার দেখে গেছেন। অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি। এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন।

বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ থেকে আরও ভালো চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন নাভালনি। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ