spot_img

ভারতে আবারও মৃত্যুর রেকর্ড, মৃত্যু ও শনাক্তে শীর্ষে মহারাষ্ট্র

অবশ্যই পরুন

লাগামহীন করোনা সংক্রমণে ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। করোনার প্রকোপে নতুন করে দেশটিতে একদিনে ২ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে যা মহামারির প্রকোপ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ। এর আগে একদিনে এত রোগী শনাক্ত হয়নি দেশটিতে। এ নিয়ে গেলো এক সপ্তাহে ভারতে ১৭ লাখ মানুষের মাঝে করোনা শনাক্ত হয়েছে।

মৃত্যু এবং শনাক্তের হিসেবে এখনও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’র বেশি মানুষের। এরপরই অবস্থান দিল্লি, ছত্তিশগড়, উত্তর প্রদেশ ও কর্নাটকের। হাসপাতালগুলোতে নেই তিল ধারণের জায়গা। অসহায় মানুষ আর স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে দিল্লির বাতাস। অঞ্চলটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩শ’র বেশি মানুষ। সংক্রমণ শনাক্ত ২৬ হাজারের বেশি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ