spot_img

ফ্রান্সে নারী পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে হত্যা

অবশ্যই পরুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমের রামবোলিয়েতে পুলিশ স্টেশনের সামনে এক নারী পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার গলায় ছুরি দিয়ে হামলা করা হয়। হত্যাকাণ্ডটি নিয়ে দেশটির সন্ত্রাসবিরোধী কৌঁসুলিদের তদন্তের ভার দেওয়া হয়েছে এবং ওই হত্যাকাণ্ডকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করছেন পুলিশ কর্মকর্তারা।

কর্তৃপক্ষ বলছে, হামলার পর পুলিশ হামলাকারীর গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই হামলাকারীর বয়স ৩৬ বছর এবং তিনি আফ্রিকার দেশ তিউনিশয়া থেকে ফ্রান্সে এসেছিলেন। তবে তার নাম-পরিচয় অবশ্য জানানো হয়নি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে পুলিশ স্টেশনের সুরক্ষিত ফটকের সামনে হামলাটি হয়। বিকেলে নাস্তা শেষে পুলিশের প্রশাসনিক ওই নারী কর্মকর্তা পুলিশ স্টেশনে ফিরছিলেন। এমন সময় হামলাকারী তার গলায় ছুরি দিয়ে হামলা চালালে সেখানেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার আগে হামলাকারীকে পুলিশ স্টেশনের বাইরে মোবাইল হাতে হাঁটাহাঁটি করতে দেখা যায়। এমন করে সে হামলার সুযোগ খুঁজছিল। ওই সময় নারী পুলিশ কর্মকর্তা পুলিশ স্টেশনের মূলফটক দিয়ে ঢোকার সময়ই তার ওপর হামলা হয়।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি বোমা নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ