spot_img

লকডাউনে শপিংমলে যেতে লাগবে মুভমেন্ট পাস

অবশ্যই পরুন

লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও সেখানে যেতে প্রয়োজন হবে মুভমেন্ট পাসের। এমনটিই জানানো হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে মুভমেন্ট পাস ছাড়া জনসাধারণকে বাসা থেকে বের হতে নিষেধ করেছিল পুলিশ। যারাই বের হয়েছেন তারাই আইনি বাধার সম্মুখীন হয়েছিলেন।

জানা গেছে শপিংমল খুললেও একই নিয়ম কার্যকর থাকবে। তবে এ বিষয়ে গণমাধ্যমকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন পর আবারও ২০ বিলিয়ন ডলারে উঠেছে রিজার্ভ

দীর্ঘদিন পর আবারও বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিপিএম-৬ হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ এখন ২০ বিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ