নতুন করে আরও এক বছরের জন্য এসি মিলানের সঙ্গে চুক্তি করলেন জ্বালাতান ইব্রাহিমোভিচ। গণমাধ্যমের খবর এক বছরে ৬০ লাখ ইউরো আয় করবেন, সঙ্গে ১০ লাখ বোনাসও পাবেন এ সুইডিশ ফরোয়ার্ড।
এসি মিলান এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘জ্বালাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে এসি মিলান ঘোষণা দিচ্ছে। ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে জ্লাতান যে ক্লাবে খেলেছেন, সেটা হচ্ছে মিলান। রোজোনেরির সঙ্গে ১৩০ ম্যাচে ৮০ গোল করার পর সুইডিশ স্ট্রাইকার পরের মৌসুমেও লাল-কালো জার্সি পরবেন।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ২০১৯-২০ মৌসুমের শীতকালীন দলবদলে স্বল্প মেয়াদে মিলানে যোগ দিয়েছেন ইব্রা। মূলত ছয় মাসের জন্য। কিন্তু অসাধারণ পারফরম্যান্সে ক্লাবের মন জয় করে নেন। মেয়াদ বাড়ানো হয় এক বছর। সে ধারা ধরে রেখেছেন এ মৌসুমেও। তাই ফের আরও একবার মেয়াদ বাড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সিরি আয় ১৬ ম্যাচ খেলে গোল দিয়েছেন ১৫টি।
কয়েক মাস পরেই ৪০ বছর পূর্ণ হবে ইব্রার। কিন্তু মাঠের ফুটবলে এর প্রভাব মোটেও পড়তে দেননি তিনি। চোট জর্জর এই মৌসুমে ১৭ লিগ ম্যাচে করেছেন ১৫ গোল। চোট আর নিষেধাজ্ঞার কারণে শেষ দুটি ম্যাচও খেলতে পারেননি। আগামী ২৬ এপ্রিল লাৎসিওর বিপক্ষে সিরি আতে দেখা যেতে পারে তাকে।