spot_img

জার্মানিতে সংক্রমণ থেকে সুরক্ষায় নতুন আইন

অবশ্যই পরুন

করোনা সংকট থেকে উত্তরণের জন্য জার্মানে সংক্রমণ সুরক্ষার নতুন আইন পাস হয়েছে। নতুন আইনে বেশি সংক্রমিত এলাকাগুলোতে রাতে কারফিউ ব্যবস্থাসহ স্কুলগুলো বন্ধ, জনসমাগম নিয়ন্ত্রণে আরও কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে।

জার্মানির বুন্ডেস্টাগ বা পার্লামেন্টে গতকাল বুধবার এই সংক্রমণ সুরক্ষা আইন পাস করে। করোনা সংক্রমণ রুখতে জার্মানির ১৬ রাজ্যে লকডাউনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্বাহী আদেশ থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল না বলে নতুন এই আইন পাশ হয়।

পার্লামেন্টে পাস হওয়া নতুন সংক্রমণ সুরক্ষা আইন এখন সাড়া জার্মানিজুড়ে কার্যকর করা হবে। ক্ষমতাসীন আঙ্গেলা ম্যার্কেলের জোট সরকারের এই সুরক্ষা আইনের পক্ষে ৩৪২ জন এবং ২৫০ জন বিপক্ষে ভোট দেন। আর ৬৪ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। আগামী শনিবার থেকে এই নতুন সুরক্ষা আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

জার্মানিতে প্রতিদিন প্রায় গড়ে ২০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত ৮১ হাজার ৩৮২ জন মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন।

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ