spot_img

ফুটবল মাঠে ফিরছে ৩০ এপ্রিল

অবশ্যই পরুন

স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গনে সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে ৩০ এপ্রিল থেকে।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। মুঠোফোনে তিনি বলেন, ‘আজ দুপুরে পেশাদার লিগ কমিটির বৈঠকে এই ৩০ এপ্রিল থেকে খেলা চালানোর সিদ্ধান্ত হয়।’

দেশব্যাপী লকডাউনের  ঘোষণা আসার পরই সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেয় বাফুফে। সপ্তাহব্যাপী লকডাউন শেষে দ্রুতই মাঠে ফেরার কথা ছিল ফুটবলারদের। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত।

লকডাউন শেষ হবার একদিন পরই মাঠে খেলা ফেরাতে চায় বাফুফে। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরগুলোতে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সূচিতে বারবার আসছে পরিবর্তন। এজন্য দ্রুত খেলা শেষ করতে চায় আয়োজকরা।

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ