বাংলাদেশের মধুর ইনিংসে বাঁধ সাধলো বৈরী আবহাওয়া। মেঘের কারণে হঠাৎ-ই ক্যান্ডির আকাশ কালো হয়ে উঠেছে। তাতে দেখা দিয়েছে আলোর স্বল্পতা। তাই ম্যাচ আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে ১৫৫ ওভার শেষে ৪ উইকেটে বিদেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ স্কোর ৪৭৪ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত আছেন।
নাজমুল হোসেন শান্তর ইনিংস থামে ১৬৩ রানের। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে কিছুটা পথ পাড়ি দিলেন মুমিনুল হক। মুশফিকের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে আউট হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দারুণ এক ডেলিভারিতে তাকে সাজঘরে দেখিয়ে দেন লঙ্কান অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা।
পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়ার আগে ৩০৪ বলে ১১টি চারে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন মুমিনুল। এটা তার ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে তামিম ইকবাল।
সেঞ্চুরিতে এগিয়ে থাকলেও আট বছর ধরে একটি বোঝা বয়ে বেড়াচ্ছিলেন মুমিনুল। তার আগের ১০টি সেঞ্চুরিই ছিল ঘরের মাটিতে, চট্টগ্রামেই ৭টি। অবশেষে বিদেশের মাটিতে সেঞ্চুরি খরা কাটালেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
মুমিনুলের বিদায়ে উইকেটে মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। ১৪৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান। মুশফিক ১৮ ও লিটন ৬ রানে অপরাজিত আছেন।