spot_img

একই গ্রুপে ব্রাজিল-জার্মানি, স্পেনের গ্রুপে আর্জেন্টিনা

অবশ্যই পরুন

আগামী জুলাইতে টোকিওতে বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস। ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্দা নামবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটির। এবারের অলিম্পিকে পুরুষদের ফুটবলের গ্রুপ চূড়ান্ত করা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়।

টোকিও অলিম্পিকে পুরুষ ফুটবলের লড়াইয়ে একই গ্রুপে পড়েছে রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। ‘ডি’ গ্রুপে পড়েছে ফুটবলের এই দুই পরাশক্তি। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও স্পেন একই গ্রুপে পড়েছে।

‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে আছে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ড ও হন্ডুরাস।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গে আছে মিশর ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির সঙ্গী আইভরি কোস্ট ও সৌদি আরব।

টোকিও অলিম্পিক গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। মাস দুয়েক পর শুরু হতে যাওয়া এই আসরে পুরুষ ফুটবলে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নেবে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ: ইফতেখারুজ্জামান

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ