দেশজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে খুলেছে রাজশাহীর আরডিএ মার্কেটের দোকানপাট। বৃহস্পতিবার সকালে দোকানগুলো খুলে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা।
এদিকে দোকান খোলার বিষয়ে প্রশাসন বলছে- আলোচনার জন্য ব্যবসায়ীদের ডাকা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ব্যবসায়ীদের ডাকা হয়েছে। আলোচনা করে বন্ধের নির্দেশ দেওয়া হবে। না মানলে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা বলছেন, টানা লকডাউনে তাদের সংসার চলছে না। কর্মচারীরা বেতন না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়েই তারা পেটের দায়ে দোকান খুলেছেন।