spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ষষ্ঠদফার ভোটগ্রহণ চলছে

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ষষ্ঠদফার ভোটগ্রহণ চলছে।স্থানীয় সময় সকাল সাতটায় রাজ্যের চার জেলার ৪৩টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ উত্তর দিনাজপুরের ৯ আসনের সবগুলোতেই ভোট হচ্ছে। এ দফায় কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখপাধ্যায়ের মুখোমুখি রাজ্যের গুরুত্বপূর্ণ প্রার্থী বিজেপির মুকুল রায়।

এছাড়াও উত্তর ২৪ পরগনার হাবড়া আসনের জন্য লড়ছেন তৃণমূলের প্রার্থী চারবারের বিধায়ক রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার প্রতিদ্বন্দ্বীতা করছেন বিজেপির সাবেক সভাপতি রাহুল সিং।

আগের দফায় ব্যাপক সহিংসতার কারণে আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। আট দফার বিধানসভা নির্বাচন শেষ হবে ২৯শে এপ্রিল। ফলাফল ২রা মে।

সর্বশেষ সংবাদ

‘নেইমারকে চাই না, আমাদের ক্লাব কোনো হাসপাতাল নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ