আগের ম্যাচের পারফরম্যান্সের পরই শঙ্কা জেগেছিল সাকিব আল হাসানের বাদ পড়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুই ওভার বল করেই দিয়েছিলেন ২৪ রান। ব্যাট হাতেও ২৫ বল খেলে করেন মাত্র ২৬ রান।
শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব। আইপিএলের নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা । এই ম্যাচের একাদশে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনকে দলে নিয়েছে দলটি।
চেন্নাই: রুতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিডি।
কলকাতা: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, এউইন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, বরুণ চক্রবর্ত্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।