spot_img

শান্তর সেঞ্চুরির পর মুমিনুলের হাফ সেঞ্চুরি

অবশ্যই পরুন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শুরুর পর্বটা মনে রাখার মতোই হলো। সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দাপট দেখিয়ে যাচ্ছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল না পারলেও তিন অঙ্কে পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত। ৯০ রান করা তামিমের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়া শান্ত ২৩৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন।

কিছুক্ষণ পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ১১৭ বলে ৫টি চারে হাফ সেঞ্চুরিতে পৌঁছান টেস্টে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। টেস্টে এটা মুমিনুলের ১৪তম হাফ সেঞ্চুরি। শান্ত-মুমিনুলের দারুণ ব্যাটিংয়ে ৮০ ওভার শেষে ২ উইকেটে ২৬৯ রান তুলেছে বাংলাদেশ। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১১৭ রান।

সর্বশেষ সংবাদ

‘নেইমারকে চাই না, আমাদের ক্লাব কোনো হাসপাতাল নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ