spot_img

মুম্বাইকে হারিয়ে দিল্লির প্রতিশোধ

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে রিশব পন্থ শিবির। চার ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। অন্য দিকে চার ম্যাচে দুই হারে চতুর্থ স্থানে নেমে গেছে মুম্বাই।

চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান করে মুম্বাই। জবাবে ৫ বল হাতে রেখে ৪ উইকেটে ১৩৮ রান করে দিল্লি। বল হাতে চার উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দিল্লির লেগ স্পিনার অমিত মিশ্র।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে পৃথি শর উইকেট হারালেও লক্ষ্যচ্যুত হয়নি দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রান করেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৩৩ রান করেন স্টিভেন স্মিথ। অধিনায়ক রিশব পন্থ দ্রুত ফিরলেও অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দেন ললিত যাদব (২২) ও শিমরন হেটমায়ার (১৪)।

এর আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের হয়ে চারজন ব্যাটসম্যান ছুঁতে পারেন দুই অঙ্কের রান। অধিনায়ক রোহিত শর্মা ৩০ বলে করেন ৪৪ রান। ১৫ বলে ২৪ রান করেন সুরিয়া কুমার। ইশান কিষান করেন ২৮ বলে ২৬। জয়ন্ত যাদব করেন ২২ বলে ২৩ রান। বাকিদের রান ছিল ১০ এর নিচে। মিডল অর্ডারে মুম্বাইর বড় ব্যর্থতা। যাদের ব্যাটে স্কোরটা সমৃদ্ধ হতে পারত, সেই তারাই হাটে উল্টা পথে।

হার্দিক পান্ডিয়া মারেন গোল্ডেন ডাক। ৫ বলে ১ রান করেন ক্রুনাল পান্ডিয়া। সুবিধা করতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডও (২)। বল হাতে মুম্বাইর ব্যাটিং ভিত নড়বড়ে করেন দিল্লির অমিত মিশ্র। ৪ ওভারে ২৪ রানে তিনি তুলে নেন চার উইকেট।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ