spot_img

দেশে টিকা নিয়েছেন ৭৪ লাখের বেশি মানুষ

অবশ্যই পরুন

দেশে পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জন। টিকা গ্রহীতাদের মধ্যে ৯৮৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। এদিকে, করোনার টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

সর্বশেষ সংবাদ

সাফা বিপিএ গোল্ড অ্যাওয়ার্ড পেলো আইডিএলসি ফাইন্যান্স

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট (বিপিএ) অ্যাওয়ার্ড-২০২৩’ পেলো দেশের আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান...

এই বিভাগের অন্যান্য সংবাদ