spot_img

জো বাইডেনের দাবির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না।

ইরানের সাথে আমেরিকার পরোক্ষ আলোচনা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন সে প্রসঙ্গে জানতে চাইলে খাতিবজাদে এ কথা বলেন।

তিনি আরো বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের কাঠামোর আওতায় আলোচনা চলছে। সেখানে আমেরিকা অংশগ্রহণ নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সবার চেয়ে ভালো জানে যে ইরান এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই পরমাণু সমঝোতার ভিত্তিতেই নিয়েছে। ইরান এসব পদক্ষেপ তখনি বন্ধ করবে যখন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে এবং তা প্রমাণিত হবে।

তিনি বলেন, ইরান ভিয়েনা বৈঠকে নিজেদের নীতি-অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। মার্কিন সরকার যদি তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের পথ থেকে নিজেকে দূরে রাখত চায় তাহলে তাদেরকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে।

খুব শিগগিরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে আসবেন বলেও তিনি জানান।
সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ