spot_img

টেস্টের ভেন্যু ক্যান্ডিতে তামিম-মুমিনুলরা

অবশ্যই পরুন

শ্রীলঙ্কা সিরিজে শহর বদলানোর খুব বেশি ঝামেলা নেই বাংলাদেশ দলের। করোনাভাইরাসের কারণে টেস্ট চ্যাম্পিনশিপের ম্যাচ দুইটি হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আগামী ২১ এপ্রিল শুরু প্রথম টেস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৯ এপ্রিল।

তার আগে আজ (সোমবার) কলম্বো থেকে ক্যান্ডিতে পৌঁছেছেন তামিম ইকবাল- মুমিনুল হকরা।

বাংলাদেশ দলের ক্যান্ডিতে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও চিত্রতে দেখা যায়, ক্যান্ডিতে পৌঁছে টিম হোটেলে উঠেছেন সফরকারী দলের ক্রিকেটাররা।

এর আগে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে কলম্বোয় ৩ দিনের কোয়ারেন্টাইনে ছিল গোটা দল। কোয়ারেন্টাইন পর্ব শেষে ২ দিন অনুশীলন করে টাইগাররা। এরপর কাতুনায়েকের দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে গত ১৭ ও ১৮ এপ্রিল। প্রস্তুতি ম্যাচ শেষে আজ ক্যান্ডির উদ্দেশে যাত্রা করে সেখানে গিয়ে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দিন অবশ্য অনুশীলনের কোনো সূচি নেই বাংলাদেশ দলের। আগামীকাল (মঙ্গলবার) শেষদিনের মতো অনুশীলন করে আগামী বুধবার প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে মুমিনুল হকের দল।

এদিকে ক্যান্ডির এই ভেন্যুতে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে ফোন এরদোগানের

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দুই দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ