spot_img

মেসি-বেনজেমাদের চাপে রাখল অ্যাটলেটিকো

অবশ্যই পরুন

একটা ম্যাচে পা হড়কালেই ছিটকে পড়তে হবে শিরোপার দৌড় থেকে। এমন সমীকরণ এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে। এমন সমীকরণের সামনেই কিনা লুই সুয়ারেজকে চোটের কারণে হারাল অ্যাটলেটিকো। তবে তার অভাব কোচ দিয়েগো সিমিওনের দল বুঝতেই পারেনি এক আর্জেন্টাইনের কল্যাণে।

লিওনেল মেসির আর্জেন্টিনা-সতীর্থ আনহেল কোরেয়ার জোড়া গোলে এসডি এইবারকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এ জয় নিয়ে লা লিগার শীর্ষে ব্যবধানটা পাঁচ পয়েন্টে নিয়ে গেছে অ্যাটলেটিকো। তাতে চাপে রাখা গেছে মেসি-কারিম বেনজেমাদেরও।

বলের দখলে এগিয়ে থাকলেও সিমিওনের অ্যাটলেটিকো প্রতিপক্ষ গোলমুখে শট পেতে সময় নেয় ৩৪ মিনিট। তাও ইয়ানিক কারাসকোর শটটা গেছে সোজা প্রতিপক্ষ গোলরক্ষক দিমিত্রোভিচ বরাবর। ফিরতি চেষ্টায় কিয়েরান ট্রিপিয়ারের চেষ্টাও যায় লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এর মিনিট আটেক পরই অপেক্ষা শেষ হয় সিমিওনের দলের। কর্নার থেকে আসা সুযোগে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন কোরেয়া।

এর মিনিট দুয়েক পর আবারও তার আঘাত। কারাসকোর বলটা প্রতিপক্ষ বিপদসীমার বাম পাশে পেয়ে এক ডিফেন্ডারকে বোকা বানালেন, এরপর গোলরক্ষক দিমিত্রোভিচকে ফাঁকি দিয়ে আছড়ে ফেললেন জালে। ২-০ গোলে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকোর জয়টা বিরতির আগেই নিশ্চিত হয়ে যায়।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ