অনিশ্চয়তা উড়ে গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা ধরে রাখলেন সাকিব আল হাসান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচে রোববার টস হেরে ফিল্ডিং করছে সাকিব আল হাসানের দল কলকাতা।
রোববার বিকেল ৪টায় ম্যাচ শুরু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। যেখানে বেঙ্গালুরুর বিরাট কোহলির দলের বিপক্ষে শুরুতেই বল হাতে এডউইন মরগ্যানের দল।
যদিও এই ম্যাচে একাদশে থাকা অনিশ্চিত ছিল সাকিবের। ব্যাট হাতে তিনি সুপার ফ্লপ। হায়দরাবাদের বিপক্ষে ৩, মু্ম্বাইয়ের সঙ্গে মাত্র ৯ রান। সবচেয়ে বড় কথা মুম্বাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন বাংলাদেশের অলরাউন্ডার। এ কারণেই তার জায়গায় সুনিল নারিনকে প্রথম একাদেশ থাকার সম্ভাবনার কথা বলছিল কলকাতার গণমাধ্যম। কিন্তু সাকিবেই আস্থা রাখল শাহরুখ খানের দল।
কলকাতার একাদশ-
নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, এডউইন মরগ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী।
বেঙ্গালুরুর একাদশ-
দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি’ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রজত পতিদার, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল।