spot_img

দেশে করোনা কাড়ল আরও ১০২ প্রাণ, নতুন শনাক্ত ৩৬৯৮, সুস্থ ৬১২১ জন

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ ১০২ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জনে।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৬৯৮ জনকে। এতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১০২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৫৯ জন নারী ৪৩ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের অন্তত তিনগুণ বেশি।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১২১ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

সর্বশেষ সংবাদ

ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ