spot_img

মোদির বিরুদ্ধে ফোন ট্যাপের অভিযোগ, পদত্যাগ দাবি মমতার

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি নিয়ে তার ফোনের কথোপকথন কীভাবে ট্যাপ হলো জানতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেবেন বলেও জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার মমতা বলেন, আমার ফোনকল ট্যাপ করায় মদদ দিয়েছেন মোদি। তাই তিনি নিজের ভাষণে তার উল্লেখ করেছেন। মানুষ ব্যাপারটা বুঝে গেছে।

এরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে মমতা বলেন, তাহলে প্রধানমন্ত্রী, আপনি আমার ফোন ট্যাপ করেছেন। লজ্জা করে না। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করুন। তারপরে মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একজন মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করতে।

মমতার দাবি, গোপনীয়তার বিধি মেনে এটা করা যায় না। রায় আছে সুপ্রিমকোর্টের। আমি ইতিমধ্যে সিআইডিকে তদন্ত করতে দিয়েছি। কারা করেছে?

মোদিকে হুশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, আপনার লজ্জা থাকলে আপনি ক্ষমা চাইবেন। নইলে তদন্তে কিন্তু আপনাকেও ছাড়বো না।

শনিবার আসানসোলে ভোটপ্রচারে এসে মমতার ফাঁস হওয়া অডিও কলের প্রসঙ্গ তোলেন মোদি। তিনি বলেন, কোচবিহারে মৃতদের নিয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির পরিকল্পনা করেছিলেন মমতা। সূত্র : হিন্দুস্তান টাইম

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ