spot_img

ভারত যেতে আর বাধা নেই পাকিস্তান ক্রিকেট দলের

অবশ্যই পরুন

রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত সেটা দূর হল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, পাক ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার।

অনেকদিন ধরেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তবে প্রতিবেশি এ দুই দেশের ক্রিকেটীয় লড়াই শুধু দেখা যায় আইসিসি টুর্নামেন্টে। তারপরও এ বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া নিয়ে শঙ্কা ছিল।

ভারতে বিশ্বকাপ তাই পাকিস্তান আগেই ভিসার নিশ্চয়তা চেয়েছিল। ভারতে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে আইসিসির কাছে এ দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত এই দুশ্চিন্তা কাটল। দেশটির ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার। তা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই সদস্য দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা সমস্যার সমাধান হয়েছে। তবে ভক্তরা সীমান্ত পাড়ি দিয়ে এসে খেলা দেখতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।’

সেই সদস্য আরও জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের ভিসাপ্রাপ্তির বিষয়টিও সময়মতো সুরাহা করা হবে। আইসিসিকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতেই বাবর আজমদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেই সদস্য, ‘(পাকিস্তানি ক্রিকেটপ্রেমী) ভিসার বিষয়টিও সময়মতো সমাধান করা হবে। আমরা আইসিসিকে কথা দিয়েছিলাম যে সবকিছুর সমাধান করা হবে। সচিব মহোদয় বৈঠকে এ কথা জানিয়েছেন।’

চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য এরইমধ্যে বিসিসিআই ৯টি ভেন্যুও ঠিক করেছে বিশ্বকাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর। করোনা মহামারির কারণে আয়োজনটি পিছিয়ে এ বছর নিয়ে আসা হয়।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ