spot_img

ফ্রান্সে ১৫ বছরের নিচে যৌন সম্পর্ক মানেই ধর্ষণ

অবশ্যই পরুন

কনসেন্ট দেয়ার বয়সের পূর্বে যৌন সম্পর্ক হলে তাকে ধর্ষণ হিসেবে চিহ্নিত করবে ফ্রান্স।

দেশটিতে যৌন সংসর্গের ন্যূনতম বয়স ১৫। অর্থাৎ, ১৫ বছরের পূর্বে যৌন সম্পর্ক হলে তা সম্মতিক্রমে হোক বা জোরপূর্বক দুটোকেই ধর্ষণ হিসেবে গণনা করা হবে। বিলটি ফ্রান্সের পার্লামেন্টে পাশ হয়েছে।

এ নিয়ে ফরাসি বিচারমন্ত্রী বলেছেন, আমাদের বাচ্চাদের জন্য এটি একটি ঐতিহাসিক আইন।

কোনো প্রাপ্তকবয়স্ক আর সম্মতির ভিত্তিতে ১৫ বছরের কম বয়সীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবে না। যদিও আইন অনুযায়ী, অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে সর্বোচ্চ ৫ বছরের বড় কেউ চাইলে যৌন সম্পর্কে জড়াতে পারবে। সেক্ষেত্রে এটি ধর্ষণ হবে না।

দেশটির প্রেমিক-প্রেমিকাদের রক্ষায় আইনে এমন ধারা যুক্ত করা হয়েছে। তবে জোরপূর্বক কিছু হলে সেটি যে বয়সেরই হোক না কেনো কঠিন শাস্তি পেতে হবে।

অবশ্য এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজীবীদের একাংশ। দু’জনের সম্মতিতে সহবাস হলেও আইন অনুযায়ী একজন ধর্ষণের সাজা পাবেন বলে মত তাদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ