spot_img

ভারতে সরকারি হাসপাতাল থেকে টিকা চুরি

অবশ্যই পরুন

ভারতের রাজস্থানের রাজধানী শহর জয়পুরের একটি সরকারি হাসপাতাল থেকে ৩২০ ডোজ কোভিড-১৯ টিকা চুরি হয়ে গেছে। ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকাগুলো রাখা ছিল হাসপাতালের হিমাগারে। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইনের।

ঘটনার শিকার এইচবি কানওয়াতিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত রোববার তারা দুইশ ডোজ টিকা পাওয়ার পর তা সংরক্ষণ করে রাখে। সোমবার আরও ৪৮৯ ডোজ আসলে সেগুলোও হিমাগারে রাখা হয়। পরে টিকাগুলো হিসাব করতে গিয়ে দেখে ৩২০ ডোজ উধাও।

হাসপাতালের যে ইউনিটে টিকাগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল নিরাপত্তারক্ষীও ছিল কিন্তু তারপরও টিকাগুলো উধাও হয়েছে। এনডিটিভি এ নিয়ে লিখেছে, হাসপাতালটির পাশে শাস্ত্রী নগর এলাকায় অনেক শ্রমজীবী মানুষের বাস।

হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের কাছে বিষয়টি নিয়ে একটি এফআইআর দাখিল করার পর পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে বলেও এনডিটিভির বুধবারের ওই অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও কীভাবে এতগুলো ডোজ টিকা উধাও হয়ে গেল তা খুঁজে বের করতে তদন্ত শুরুর পরপরই পুলিশ সবার আগে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে শুরু করেছে।

ভারতে এখন করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর উদ্বেগজনক। দেশটির যে কয়েকটি রাজ্যে করোনার সংক্রমণ মারাত্মকরকম উর্ধ্বমুখী তার একটি হলো রাজস্থান। গতদিন ভারতে যে পৌনে দুই লাখ রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি রাজস্থানে।

এদিকে রাজ্যটিতে দেখা দিয়েছে টিকার সংকট। ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব ও দিল্লিসহ বেশ কিছু রাজ্যের মতো রাজস্থানও টিকার সংকটের কথা জানিয়ে আসছে। এমন মুহূর্তে সেখানে সরকারি হাসপাতাল থেকে টিকা চুরি হলো।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ