অধিনায়ক বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া কেউই গড়তে পারলেন না তেমন বড় ব্যক্তিগত সংগ্রহ। এই দুইজনও নিজেদের ইনিংস বড় করতে পারেননি সেভাবে। তাই সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৫০ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগে ব্যাট করতে নেমে ১৯ রানের উদ্বোধনী জুটি পায় বেঙ্গালুরু। ২ চারে ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান দেবদূত পাড্ডিকেল।
তিন নম্বরে খেলতে নামা শাহবাজ আহমেদও ফিরে যান দ্রুতই। ১ ছক্কায় ১০ বলে ১৪ রান করেন তিনি। এরপর কোহলি ও ম্যাক্সওয়েল জুটি গড়েন। দুজনের ব্যাট থেকে আসে ৪৪ রান। ২৯ বলে ৩৩ রান করে হোল্ডারের বলে কোহলি সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে।
তবে আরেক প্রান্ত আগলে খেলতে থাকেন ম্যাক্সওয়েল। অন্য-প্রান্তে আসা যাওয়ার মিছিল শুরু হলেও একাই লড়াই চালিয়ে যান তিনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৯ রান। হায়দরবাদের পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন জেসন হোল্ডার।