পুরো দক্ষিণ এশিয়ার মতো পাকিস্তানেও করোনার প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত আরও ১৩৫ জন মানুষ মারা গেছে। গত বছরের জুনের পর পাকিস্তানে একদিনে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে বুধবার।
গতকাল মঙ্গলবারও দেশটিতে করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছিল। এ নিয়ে টানা দুদিন চলতি বছরে রেকর্ড সর্বাধিক মানুষের করোনায় প্রাণহানি হয়েছে পাকিস্তানে। শুধু করোনায় প্রাণহানি নয় দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত।
পাকিস্তানের ন্যশনাল কমান্ড অ্যান্ড অপারেশনের দেওয়া হিসাব অনুযায়ী টানা গত দুই দিনের আগে গত বছরের ২০ জুন একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছিল দেশটিতে। ওইদিন প্রাণ হারান ১৫৩ জন। পরের দিন মৃত্যু ছিল ১৪৮। এরপর মৃত্যু ১১৮ এর বেশি হয়নি।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করার পর ৪ হাজার ৬৮১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এ নিয়ে শনাক্ত ৭ লাখ ৩৪ হাজার ৪২৩; মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৫৪ জনের।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা সর্বাধিক মৃত্যু হয়েছে দেশটিতে করোনা সবচেয়ে বিপর্যস্ত প্রদেশ পাঞ্জাবে। পাঞ্জাবের ৭৯ জনের পর গতদিন দ্বিতীয় সর্বাধিক ৪৯ জন মারা গেছে খাইবার পাখতুনখাওয়ায়।