spot_img

শাহরুখকে কড়া জবাব দিলেন আন্দ্রে রাসেল!

অবশ্যই পরুন

জিততে শেষ ২৯ বলে চাই মাত্র ৩১ রান। এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিকদের মতো তারকারা কিছুই করতে পারলেন না। মঙ্গলবার রাতে প্রায় জেতা ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ানসের কাছে এমন হারের পর সমালোচনার মুখে সাকিবরা। খোদ দলটির মালিক শাহরুখ খান বেজায় চটেছেন। এমন কী ভক্তদের কাছে নাইটদের ক্ষমা চাইতেও বলেছেন তিনি।

তবে বলিউড বাদশাহর টুইটের লাগসই জবাব দিয়েছেন আন্দ্রে রাসেল। শাহরুখ খান ক্ষমা চাইতে বললেও মুম্বাইয়ের বিপক্ষে হার থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন আন্দ্রে রাসেল। এনিয়ে ২২তম বারের মতো মুম্বাইয়ের বিপক্ষে হারল কলকাতা। এ অবস্থায় মেজাজ ধরে রাখতে না পেরে শাহরুখ টুইটারে লিখলেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’ জবাবে রাসেল জানালেন তারা দুঃখিত।

১০ রানে হারের পর রাসেল বলেন, ‘দেখুন, শাহরুখ যা বলেছে তাতে আমি একমত। তবে মনে রাখতে হবে দিনের শেষে এটা ক্রিকেট। শেষ ওভার পর্যন্ত বোঝা মুশকিল কী হবে। আমার মনে হয় দলের আত্মবিশ্বাসের কমতি নেই। ভালো খেলেছি, দলের খেলায় আমি গর্বিত। হারের ফলে আমরা হতাশ। তবে এটাই শেষ নয়। মাত্র দ্বিতীয় ম্যাচ হয়েছে, এটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।’

আন্দ্রে রাসেল টি-টোয়েন্টি স্পেশালিস্ট। কিন্তু তিনি জানেন এই ধাক্কা সামলে কী করে উঠে দাঁড়াতে হয়। বলছিলেন, ‘একশোর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। দেখেছি শেষ বলে কীভাবে খেলা ঘুরে যায়। কয়েকটা উইকেট পড়লেই ম্যাচের লাগাম অন্য দলের হাতে চলে যেতে পারে। আর আমাদের সঙ্গেও সেটাই হয়েছে। কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াবোই। সতীর্থদের ওপর এই বিশ্বাস ও ভরসা থাকছেই।’

আইপিএলে সাকিবদের পরের ম্যাচ রোববার। চেন্নাইয়ে কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ