spot_img

করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ

অবশ্যই পরুন

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বর্তমানে স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। নিজ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি গত কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার ৪৮ বছর বয়সী উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্তের খবর এলো।

যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্য সরকারের সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলাম। এই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি বর্তমানে স্বেচ্ছা আইসোলেশনে আছি। চিকিৎসকদের পরামর্শ পুরোপুরি মেনে চলেছি। আমি সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করছি।

যোগী আদিত্যনাথের করোনা আক্রান্তের দিনে ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরও পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে এনডিটিভি। চলতি মাসের শুরুর দিকে অখিলেশ যাদব করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৯৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৫ জন। অন্যদিকে, সারা ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং প্রাণ গেছে এক হাজার ২৬ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দৈনিক আক্রান্তের হিসেবে আজকের এই সংখ্যা সর্বোচ্চ।

গত বছরের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন মোট ১ লাখ ৭২ হাজার ১১৫ জন। করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে ভারত।

গত নভেম্বর থেকে দেশটিতে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে তা আবার বাড়তে শুরু করে। সম্প্রতি প্রায় দু’সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণের সাম্প্রতিক এই উল্লফনের প্রধান কারণ হলো করোনা বিধিনিষেধ মানার ব্যাপারে জনগণের উদাসীনতা।

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ সংবাদ

ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ