করোনায় পুরো পৃথিবীর অর্থনীতির চাকা স্তব্ধ হলেও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ‘শান্তির অগ্রসেনার’ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুশীলনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এই অনুষ্ঠানে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আসা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে বন্ধু প্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত অনেকটাই কঠিন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, তাই যথাযথ প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিতের আহবানও জানান প্রধানমন্ত্রী।