দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি বাবর আজম। তারপরও দলে জয়ে এ তারকা অবদান রাখেন ২৭ রান করে। এরফলে এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে এ ফরম্যাটের ক্রিকেটে ৬০০০ রান করে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৬৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।
অনন্য এ রেকর্ড গড়ার পথে বাবর ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ১৬২ ম্যাচে দ্রুততম ৬০০০ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। দ্বিতীয় পজিশনে আছেন বাবর।
শনিবার ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে রেকর্ড গড়া ৪ উইকেটের জয় পায় পাকিস্কান। এরফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
জোহেন্সবার্গে টস জিতে ব্যাট করতে নেমে শনিবার ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে দক্ষিণ আফ্রিকা। পরে ১৯ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।
পাকিস্তানের দুর্দান্ত জয়ে শনিবার মোহম্মদ রিজওয়ান করেন অপরাজিত ৫০ বলে ৭৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এছাড়া বাবর আজম ২৭, ফখর জামান ১৩ ও হায়দার আলী ১৪ রান করেন।