মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মেক্সিকো সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা রবার্তা এস জ্যাকবসন পদত্যাগ করে চলেছেন। শুক্রবার (৯ এপ্রিল) হোয়াইট হাউস এ কথা জানায়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেন, রবার্তা এস জ্যাকবসন ‘এ মাস শেষে’ পদত্যাগ করবেন। তিনি সরকারিভাবে জাতীয় নিরাপত্তা পরিষদে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বিষয়ক সমন্বয়কারী হিসেবে পরিচিত।
সুলিভান জানান, জ্যাকবসন বাইডেন প্রশাসনের কেবলমাত্র প্রথম একশ’ দিন দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী ৩০ এপ্রিল তা শেষ হতে যাচ্ছে।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ব্যাপক ঢল থামাতে লড়াই করে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।