spot_img

করোনার দ্বিতীয় ডোজ নিলেন তামিম-তাসকিনরা

অবশ্যই পরুন

আগামী সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য শনিবার করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিম ইকবাল-তাসকিন আহমেদরা। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক এসে দ্বিতীয় ডোজের টিকা নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

সে সময় তাদের সঙ্গে ছিলেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। তবে প্রথমে টিকা নিতে আসেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। বেলা ১১টায় শুরু হয় ক্রিকেটারদের টিকাদান কার্যক্রম। রোববার বাকি ক্রিকেটাররা দ্বিতীয় ডোজের টিকা নেবেন। যারা এর আগে টিকা নেননি, তারা নেবেন প্রথম ডোজ।

এর আগে গত ১৮ ও ২০ ফেব্রুয়ারি দুই ভাগ হয়ে করোনার টিকা নিয়েছিলেন তামিম-সৌম্যরা। শুক্রবার রাতে ছুটি শেষে ঢাকায় ফেরেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার তিনিও নিয়েছেন করোনার প্রতিষেধক। এছঅড়া ফিল্ডিং কোচ রায়ান কুক ছাড়া বিদেশি কোচিং স্টাফের সবাই টিকা নিয়েছেন। নিউজজি/সিআর

সর্বশেষ সংবাদ

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ