হ্যামস্ট্রিং চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। জোহনাসবার্গে ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন।
প্রোটিয়াদের সীমিত ওভারের অধিনায়ক বাভুমা চোটে পড়েন সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ছাড়াও চোটের সঙ্গে লড়ছেন রসি ফন ডার ডুসেন।
৩২ বছর বয়সী ব্যাটসম্যান মাংসপেশিতে চোট পেলেও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন।
চোটের সঙ্গে লড়তে থাকা আরেক তারকা ডোয়াইন প্রিটোরিয়াসকে এই সিরিজের জন্য স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। ওয়ানডে সিরিজে থাকা এইডেন মার্করাম, আন্দিলে ফেহলুকায়ো, ড্যারিল ডুপাবিয়ন ও উইয়ান মুলদার টি-টোয়েন্টি স্কোয়াডেও আছেন। তবে প্রথম সন্তানের জন্ম দেওয়ায় নেই রিজা হ্যান্ডরিকস।
ওয়ানডে সিরিজে থাকা কাইল ভেরেনে জায়গা পেয়েছেন ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডেও। এছাড়া দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন পেসার সিসান্দা মাগালা, মিগায়েল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস এবং অফ-স্পিনার উইহান লুব্বে।
দু’দল সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে জোহানেসবার্গে। বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৬ এপ্রিল, সেঞ্চুরিয়নে।
স্কোয়াড: হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), বিয়র্ন ফরচুর, এইডেন মার্করাম, আন্দিলে ফেহলুকায়ো, বিউরান হান্ডরিকস, জর্জ লিন্ডে, রসি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, উইয়ান মুলদার, তাবরিজ শামসি, লুথো সিপামলা, কাইল ভেরেনে, পিট ফন বিলয়ন, ড্যারিন ডুপাভিয়ন, মিগায়েল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, উইহান লুব্বে।