শুরুটা ধীরগতির হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের। টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল তারা। ইনিংসের প্রথম ওভার থেকে অধিনায়ক রোহিত শর্মা ৭ রান তুলে নিলেও দ্বিতীয় ওভারে ক্রিস লিন ও তিনি করতে পেরেছিলেন মাত্র এক রান। তবে শেষ পর্যন্ত বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ১৬০ রানের বড় লক্ষ্য দিয়েছে তারা।
ইনিংস উদ্বোধনে এসে কিছুটা ধীরগতির শুরু সামলে যখন খোলস ছেড়ে বের হচ্ছেন রোহিত শর্মা। তখনই আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে সাজঘরে ফেরত যান রোহিত। তার আগে ১৫ বল থেকে করেন ১৯ রান।
এরপর সুরইয়া কুমার ইয়াদবের সঙ্গে জুটি গড়ে তুলেন ক্রিস লিন। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। ৪ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করে ইয়াদব সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে। এরপর ৪ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরত যান লিনও।
এই দুইজনের বিদায়ের পর আবারও খেই হারায় মুম্বাইয়ের ইনিংস। ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করে ইশান কিশান আউট হলে আর কোনো ব্যাটসম্যানই দলের স্কোরকে এগিয়ে নিতে পারেননি।
মুম্বাইয়ের ইনিংসকে বড় করতে না দেওয়ার বড় কৃতিত্ব পাবেন হার্শেল প্যাটেল। শেষ ওভারে ৪ উইকেট নিয়ে উইকেট মেডেন দেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।