spot_img

নিজেই সিগন্যাল অ্যাপ ব্যবহার করেন জাকারবার্গ!

অবশ্যই পরুন

সম্প্রতি শতাধিক দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এসব ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও।

ফোন নাম্বারসহ তারও নানা ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছে। সেই হ্যাক হওয়ার তথ্যের বরাতে জানা গেছে, জাকারবার্গও ব্যবহার করছেন সিগনাল অ্যাপ! জাকারবার্গও সিগনালে থাকায় অনেকে এ নিয়ে রসিকতা করেছেন। রসিকতা করে টুইট করেছে সিগনাল কর্তৃপক্ষও।

বেশ কিছুদিন হল ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে সিগনাল অ্যাপ। শুরুর দিকে এটি খুব একটা পরিচিত না থাকলেও ব্যবহারকারীদের গোপনীয়তা বিষয়ে হোয়াটসঅ্যাপ নতুন নীতি প্রণয়ন করলে তাতে ক্ষুব্ধ হয়ে লাখ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সিগনালে অ্যাকাউন্ট খোলেন। সিগনালে ব্যবহারকারীর গোপনীয়তার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ