spot_img

পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফর পেছাল

অবশ্যই পরুন

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ফের নতুন করে লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। যে কারণে পিছিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সফর। ১১ এপ্রিল নয়, ১৭ এপ্রিলে বাংলাদেশে আসবে পাকিস্তানের যুবারা। যদিও ম্যাচের সূচিতে কোন পরিবর্তন আসেনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণেই ম্যাচ সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি।

আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের যুবারা। এরপরই তারা সিলেটে চলে যাবে। সেখানেই নিয়ম মেনে ২১ এপ্রিল পর্যন্ত চলবে কোয়ারেন্টাইন। এরপর দুই দিন অনুশীলন। তারপরই মাঠের লড়াই। ২৩ এপ্রিল ৪ দিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে লড়বে তারা। এরপর ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ৩০ এপ্রিল। ২ ও ৪ মে সিলেটেই সিরিজের পরের দুটো ওয়ানডে। এরপর ঢাকায় আসবে দুই যুব দল। ৭ ও ৯ মে সিরিজের শেষ দুই ওয়ানডে মিরপুরের হোম অব ক্রিকেটে। এদিকে ১২ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করবে পাকিস্তানের যুবারা। এরপরই চূড়ান্ত হবে তাদের দল।

সূচি

তারিখ              ম্যাচ                                     ভেন্যু

২৩-২৬ এপ্রিল চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৩০ এপ্রিল ১ম ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২ মে ২য় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৪ মে ৩য় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৭ মে ৪র্থ ওয়ানডে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

৯ মে ৫ম ওয়ানডে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি বোমা নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ