spot_img

অক্ষয়ের পর ‘রামসেতু’র ৪৫ কলাকুশলী করোনায় আক্রান্ত

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইট করে ভক্তদের এই খবর জানিয়েছেন অক্ষয় নিজেই।

টুইট বার্তায় অক্ষয় লিখেছেন, ‘শুভ কামনা ও দোয়ার জন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া কাজ করছে। আমি ভালো আছি। তবে চিকিৎসকের পরামর্শে পূর্ব সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি দ্রুতই বাড়ি ফিরতে পারবো। সবাই সাবধানে থাকবেন।’

এর আগে রোববার এক টুইটের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ায় খবর জানিয়েছিলেন অক্ষয়। সেখানে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিজেকে আইসোলেশনে রেখেছেন।

‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও (৩ এপ্রিল) ওই সিনেমার শুটিং চলে। এর মধ্যেই করোনা আক্রান্ত হন অক্ষয়। তবে শুধু অক্ষয় নন, ছবির  আরও ৪৫ জন কলাকুশলী করোনায় আক্রান্ত।

সোমবার (৫ এপ্রিল) মুম্বাইয়ের অন্যত্র ছবির শুটিংয়ের কথা ছিল। তার জন্য ইউনিটের বাকি ১০০ জনের কোভিড পরীক্ষা হয়। সূত্রের খবর, তাদের মধ্যে ৪৫ জনই পজিটিভ। খবর প্রকাশ্যে আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে ‘রামসেতু’ ছবির কাজ।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি বলিউডের এক সংবাধমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, ‘বিষয়টি সত্যিই আতঙ্কের এবং দুর্ভাগ্যজনক। অক্ষয় কুমার ছাড়াও এক সঙ্গে এত জনের সংক্রমণ আতঙ্ক তৈরি করেছে বলিউডে৷ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছি ‘

জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই জুনিয়র শিল্পী। অক্ষয় কুমারের টিমেরও কয়েক জন আক্রান্ত। ইতিমধ্যেই সবার প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ